ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে মিনিট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
রাঙামাটিতে মিনিট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ৪

রাঙামাটি: রাঙামাটি শহরে মিনিট্রাক-অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে।  

রোববার (৯ এপ্রিল) দুপুরে শহরের খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চালক বিপুল চাকমা (২২), ফরিদা আক্তার (৩৫) আনোয়ারা বেগম (৫৫) এবং হাসিনা আক্তার (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শহরের তবলছড়ি দিকে একটি যাত্রীবাহী অটোরিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।
 
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আফসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত দুইটি পরিবহন থানা হেফাজতে রয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।