ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ১৫, ২০২৩
সালথায় মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

ফরিদপুর: জেলার সালথায় মাদক সেবনের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মে) সকালে সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহদ্দিন আইয়ূবী মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার (১৪ মে) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে একটি কলাবাগানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। পরে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহদ্দিন আইয়ূবী।

কারাদণ্ডপ্রাপ্ত মাদক সেবনকারী যুবকরা হলেন, যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মান্নান কাজী ছেলে মো. পান্নু কাজী (২৭), পার্শ্ববর্তী জগন্নাথদী গ্রামের মো. আমিন শেখের ছেলে মো. জসিম শেখ (২৪), পাঁচুড়িয়া গ্রামের কাজী হায়াতের ছেলে কাজী মহিউদ্দিন (৩০) ও যদুনন্দী গ্রামের মো. পান্নু মোল্যার ছেলে হাদিউর রহমান শাকিল (২৫)।

এরমধ্যে পান্নু কাজী ও জসিম শেখকে দুই মাস, কাজী মহিউদ্দিকে এক মাস ও হাদিউর রহমান শাকিলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার ওসি মো. শেখ সাদিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় একটি কলাবাগানের ভেতর থেকে মাদক সেবন অবস্থায় ওই চার যুবক আটক করে। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।