ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ২২, ২০২৩
কালাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়।

সোমবার (২২ মে) দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

কালাই উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং মোলামগাড়ি হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

বিতর্কের বিষয় ছিল ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের একমাত্র উপায়’।  

বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে মোলামগাড়ি হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কামরুন নাহার কেমি।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী টিমে অংশগ্রহণ করেন মাফরুহা আক্তার মোহনা, মেহনাজ মৌমিতা, জান্নাতুল মাওয়া (দলনেতা) এবং রানার্স আপ টিমে অংশ গ্রহণ করেন মেহজাবিন এশা, সুমাইয়া আক্তার ও কামরুন নাহার কেমি (দলনেতা)।

বিতর্ক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, দুর্নীতি দমন কমিশনের নওগাঁ জেলার উপ-পরিচালক মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ২২ মে, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।