ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
চাঁদপুরে গাঁজাসহ কারবারি আটক

চাঁদপুর: জেলা শহরে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ছয়কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. আবু সিদ্দিক (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৩ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক দেড়টার দিকে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর শহরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে কুমিল্লা থেকে হরিণা ফেরীঘাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। আভিযানিকদল সিএনজিটি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তায় পপকর্নের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় তিনটি প্যাকেট থেকে মোট ছয়কেজি ২০০ গ্রাম গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়। আটক মো. আবু সিদ্দিক মাদারীপুর জেলার মিটাপুর গ্রামের বাসিন্দা।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ করা গাঁজা কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্য চাঁদপুরে আনা হয়। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।