ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ দেখেই মল ছোড়া ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
পুলিশ দেখেই মল ছোড়া ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।   এ চক্রের কজন সদস্য পুলিশ দেখেই মল ছোড়ে।

মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য মো. সুমন সেখ (৩০), মো. আ. মতিন (৩০), মো. নয়ন (২৩), মো. বাবুল (২৮) এবং মো. ইমরান সরদার (১৯) শাহিন (২৬), ইব্রাহিম মিয়া (৩৮) ও রুবেল প্রকাশ লালাপো (২৫) নামে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু পাওয়া গেছে।

এসব ছিনতাইকারীরা বিভিন্ন গণপরিবহনে চলাচলরত যাত্রীদের টার্গেট করত। বিশেষত যারা জানালার পাশে বসে তারাই মূল টার্গেট। তাদের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি ছিনিয়ে নিত। কেউ বাধা দিতে গেলে তাদের চাকু দিয়ে আঘাত করত। তারা অনেককেই আঘাত করেছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা রাস্তায় মল ত্যাগ করে সেগুলো তুলে নিজেদের গায়ে মেঘে ফেলত। আশপাশ ও পুলিশের গায়েও ছুড়ে মারত।

সোমবার একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময়ও তারা পুলিশ দেখে মল ছুড়ে মারার চেষ্টা করে। কিন্তু তারপরও তাদের পুলিশ সদস্যরা গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে পাঁচ, মতিন ও নয়নের বিরুদ্ধে ৩টি করে মামলা রয়েছে। শাহিন ইব্রাহিম মিয়া ও রুবেল প্রকাশ লালাপোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।