ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাগর নন্দিনী-৪ ট্যাঙ্কারটি সরিয়ে নেওয়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
সাগর নন্দিনী-৪ ট্যাঙ্কারটি সরিয়ে নেওয়া হয়েছে

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় লাগা আগুন এখনও নেভেনি। সোমবার (৩ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকেও ট্যাঙ্কারটিতে আগুন জ্বলছে।

  এর অবস্থার মধ্যে পাশে থাকা নন্দিনী-৪ ট্যাঙ্কারটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার রাত ১১টার দিকে সাগর নন্দিনী-৪ ট্যাঙ্কারটিকে সরিয়ে নেওয়া হয়। জাহাজটি জ্বালানি তেলসহ আপাতত নিরাপদে রয়েছে।

তিনি আরও বলেন, আগুন জ্বলতে থাকা জাহাজটির ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটছে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। একটি সূত্র বলছে, স্বাভাবিক নিয়মে তেলের ট্যাংকারের আগুন না নেভা পর্যন্ত কারও কিছু করার নেই।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ কোষ্টগার্ডের একাধিক টিম।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।