ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচা মরিচের দাম ফের বেড়ে ৩০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
কাঁচা মরিচের দাম ফের বেড়ে ৩০০

ঢাকা: একদিন আগে মরিচের দাম কমে ২০০ টাকা হয়। মঙ্গলবার (৪ জুলাই) এ পণ্যের দাম ফের বেড়েছে, বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় আমদানি করেও মরিচের দাম কমান যাচ্ছে না। যে কারণেই কেজিতে ১০০ টাকা করে বেড়েছে।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে কাঁচা মরিচের নতুন মূল্য সম্পর্কে জানা গেছে। দেখা গেছে, ব্যবসায়ীরা কেজি প্রতি মরিচের দাম রাখছেন ৩০০ থেকে ৩২০ টাকা।

মরিচ এক পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কোথাও কোথাও একশ টাকা।

কারওয়ান বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী আছাদ সরকার জানান, সরবরাহ কম হওয়ায় পাইকারিতে কাঁচা মরিচের দাম বেড়েছে। প্রতি পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। অর্থাৎ কেজি পড়ছে ২৪০ টাকা। আর ভারত থেকে আমদানি হওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০০ টাকা পাল্লা। সোমবার (৩ জুলাই) মরিচের দাম ৮০০ টাকা পাল্লায় নেমেছিল। বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ অনেক কম হওয়াতেই মূলত এ পণ্যের দাম বেড়েছে।

একই বাজারের আরেক বিক্রেতা কামরুল হাসান বলেন, কাঁচা বাজারের পণ্যের দাম সাপ্লাইয়ের ওপর নির্ভর করে ওঠানামা করে। ঈদের পর পর এক পাল্লা মরিচ ৩ হাজার টাকায় উঠেছিল। এখন দাম কিছুটা কমেছে।

শিমুল পারভেজ নামে এক ক্রেতা বলেন, পাশের দেশ থেকে হাজার-হাজার মেট্রিক টন মরিচ আমদানি করলেও কোনো লাভ হবে না। যদি বাজারের সিন্ডিকেট সরকার দমন করতে না পারে। অন্য দেশ থেকে কাঁচা মরিচ আমদানি করবে দুয়েক দিন দাম কম থাকবে; আবার দাম বাড়বে। বাজারের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে সরকারকে।

উল্লেখ্য, গতকাল সারা দেশের বাজারগুলোয় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৫৩টি বাজারের ১৪৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।