ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ৯৭৫টি ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ভাঙ্গায় ৯৭৫টি ইয়াবাসহ কারবারি আটক

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৯৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার ভূঁইয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

আটক আনোয়ারকে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গার পশ্চিম সদরদী নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়।  

আটক আনোয়ার ভাঙ্গার শাহমুল্লুকদী গ্রামের দেলোয়ার ভূঁইয়ার ছেলে।  

আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতোয়ালি জোন) মো. রাকিবুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ওই বিদ্যালয়ের মাঠ থেকে ৯৭৫টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়াকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।