ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পুলিশের নাশকতা মামলায় বিএনপির ১২ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
লক্ষ্মীপুরে পুলিশের নাশকতা মামলায় বিএনপির ১২ নেতা কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশের দায়ের করা নাশকতা ও সহিংসতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ওসি জানান, বৃহস্পতিবার দিনভর সংহিতার ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন বিকেলেই তাদের আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ১৮ জুলাই বিএনপি পদযাত্রা কর্মসূচি পালনকালে লক্ষ্মীপুরে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় বুধবার রাতে সদর থানায় পৃথক তিনটি নাশকতার মামলা ও একটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ হাজার ৭৫০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।