ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ১৪ ইভটিজার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
মানিকগঞ্জে ১৪ ইভটিজার আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে স্কুল-কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকায় মুক্তি মেলে তাদের।

বুধবার (২৬ জুলাই) বিকেলের দিকে ইভটিজারদের আটক ও তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান।  

তিনি বলেন, গত আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হয়ে আসছিল। সেই কারণে আজ সকাল থেকে অভিযান পরিচালনা করে ১৪ জন ইভটিজারকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ বছরের কম হওয়াতে মোবাইল কোর্টের আওতায় নেওয়ার সুযোগ নেই। অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।