ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

চাঁদপুর: চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের শুক্রবার (২৮ জুলাই) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিন হোসেন ও এএসআই তসলিমসহ সংঙ্গীয় সদস্যরা তাদের গ্রেপ্তার করে।  

গ্রেপ্তাররা হলেন- জেলা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দি গ্রামের জসিম গাজীর ছেলে শাহজালাল গাজী (৩০) ও একই গ্রামের বাচ্চু গাজীর ছেলে দেলোয়ার গাজী অরফে দেলু গাজী (২৪)।  

এসআই মো. শাহরিন হোসেন জানান, গত ১৯ জুলাই তার নিজ বাড়ি কল্যান্দি থেকে চুরি হয় আজিজুর রহমান এক ব্যবসায়ীর মোটরসাইকেল। ২৭ জুলাই ওই ব্যবসায়ী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রযুক্তির মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে  শাহজালালের বাড়ি থেকে মোটরসাইকেলটির অবস্থান নিশ্চিত করা হয়। এর পরই মোটরসাইকেলটি জব্দসহ ওই দুইজনকে আটক থানায় নিয়ে আসা হয়।  

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মহসীন আলম জানান, মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই দুই চোর ও মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।