ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

আরামবাগে তরুণীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
আরামবাগে তরুণীর আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর আরামবাগে ফাঁস দিয়ে তিন্নি আক্তার সুমাইয়া (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।  

মঙ্গলবার (১ আগস্ট) সকালে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল আরামবাগ ৩৮/এ একটি বাড়ির চার তলায় মা সিমা আক্তারের সঙ্গে থাকতেন তিন্নি। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক।

হাসপাতালে তার মামা সোহেল জানান, বিভিন্ন বিষয় নিয়ে তার মার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে তিন্নি বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিবারের দাবি, তিন্নি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।