ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক সংস্কৃতি ও ক্রীড়া আন্দোলনের পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
শনিবার (৫ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এইচএমএস/আরবি