ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

১৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
১৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

বরিশাল: জেলার বাবুগঞ্জের রহমতপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটক শামীম শেখ (৩৫) ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন হাজেরাকাঠী এলাকার শেখ সোনমুদ্দিনের ছেলে।

শনিবার (০৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এরআগে, রহমতপুর ব্রিজের উত্তর পাশে মোল্লা ট্রান্সপোর্ট সংলগ্ন মোল্লা স্টোর নামক চায়ের দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে শামীম শেখকে ১৪ কেজি গাঁজাসহ আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ ঘটনায় হওয়া মামলায় শামীমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।