কিশোরগঞ্জ: জেলার ভৈরব উপজেলায় এক হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (০৫ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার মৃত তারা মিয়ার ছেলে মো. হেলিম মিয়া (৪০), একই উপজেলার পঞ্চবটি এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৩২) ও একই এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে মো. দ্বীন ইসলাম ওরফে বাল্লা (২০)।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব উপজেলার পঞ্চবটি বায়তুস সিরাজ জামে মসজিদের দক্ষিণ পার্শ্ব এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারিদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এনে ভৈরব উপজেলা ও আশপাশের এলাকাগুলোয় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় জেলা পুলিশের মিডিয়া সেল।
বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এসআইএ