ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
মানিকগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ট্রাকের চাপায় ভ্যানচালক জুনাব আলী (৫০) নিহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জুনাব আলী মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকার মৃত তাহের আলীর ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বসু বাংলানিউজকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক জুনাব আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকসহ চালক নোয়াব আলীকে আটক করা হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।