ঢাকা: ঢাকা কলেজে সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯ টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের চেষ্টায় ৯ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ৯ টা ৫ মিনিটে ঢাকা কলেজে সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৯ টা ১০ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সবশেষে রাত ৯ টা ২৫ মিনিটে ২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
পিএম/এমএম