ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পল্টনে মিলল বৃদ্ধের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, সেপ্টেম্বর ৭, ২০২৩
পল্টনে মিলল বৃদ্ধের মরদেহ

ঢাকা: রাজধানীর পল্টন শান্তিনগর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পেয়েছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭৫ বছর।

পুলিশের ধারণা, তিনি ভবঘুরে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্টন থানা পুলিশ শান্তিনগর একটি নির্মাণাধীন ভবনের  সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো।  

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন মিয়া বলেন, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই থাকতেন। এলাকার মানুষজনের কাছ থেকে চেয়ে খেতেন।

তিনি আরও বলেন, আজ বিকেলে তাকে ফুটপাতে মৃত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। তখন সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।