ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

‘পার্বত্য এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
‘পার্বত্য এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে’

বান্দরবান: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সমতলের মতো পার্বত্য এলাকার শিক্ষার উন্নয়ন হচ্ছে আর বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় অসংখ্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের রামজাদি এলাকায় পার্বত্য জেলা পরিষদের স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর সুদৃষ্টির কারণে পাহাড়ে এখন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে এখন অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগের পাশাপাশি অসংখ্য শিক্ষকের নিয়োগ দিয়েছে।  

আওয়ামী লীগ সরকার একটি শিক্ষাবান্ধব সরকার বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আগামীতেও এ সরকারের পাশে সবাইকে থাকার আহ্বান জানান। এছাড়া শিক্ষার উন্নয়নে সবাইকে কাজ করার অনুরোধ জানান।  

এ সময় পার্বত্যমন্ত্রী প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের রামজাদি এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য একটি হোস্টেল ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সিনিয়র সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।