ঢাকা: রাজধানীর কামরাঙ্গিরচরে গাড়ির ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় পড়ে ওসমান গনি নামে
দেড় বছরের একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বড় বোন হুমায়রা আক্তার লামহা (৬)।
বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে কামরাঙ্গিরচর মুন্সিহাটি বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুর বাবা জীবন আহমেদ শাকিল জানান, কামরাঙ্গিরচর মুন্সিহাটি এলাকায় তাদের নিজেদের বাড়ি। রাতে দুই সন্তান নিয়ে মা লালন আক্তার বাসার সামনের দোকানে যায় চিপস কিনতে। এসময় মায়ের কোলে ছিল ওসমান গনি। হঠাৎ দ্রুত গতির একটি মিশুক (তিন চাকার গাড়ি) তাদের তিনজনকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায় ওসমান, সেই সঙ্গে পড়ে যায় তার বোন লামহা। এতে দুজনই আহত হলে তাদের পাশের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।
এদিকে জনি (৪০) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃত জনি হাজতি হিসেবে বন্দী ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তার বাবার নাম বাবুল মীর। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার হাজতি নম্বর ৩২০৫৫/২৩।
দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এজেডএস/এসআই