ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মেঘনায় দুই লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
মেঘনায় দুই লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জ: ইলিশ ধরা নিষেধাজ্ঞায় সময়েও জেলেরা নদীতে নেমে পড়ে। তাদের রুখতে প্রশাসনও তৎপর।

মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও দুই লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্য বিভাগ।

শুক্রবার (২০ অক্টোবর) ছুটির দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ অভিযান চালায়। ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রেজাউল করীম এই অভিযানে নেতৃত্ব দেন।

জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবির জানান, সকাল থেকে মেঘনা নদী ও তীরবর্তী বিশনন্দী, চৈতনকান্দা, টেটিয়া, দয়াকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অভিযান চলে। এ সময় জেলেদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাটে জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।

মৎস্য বিভাগের এই বিশেষ অভিযানে আরও অংশ নিয়েছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. শহীদুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার ও খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ