ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে হঠাৎ উপবন এক্সপ্রেসে আগুন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
সিলেটে হঠাৎ উপবন এক্সপ্রেসে আগুন 

সিলেট: সিলেট রেল স্টেশনে আন্তঃনগর উপবন এক্সপেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বুধবার (২২ নভেম্বর) সাড়ে ৯টার দিকে স্টেশন প্লাটফর্মের ট্রেন দাঁড়ানো অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।


 
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনটি ঢাকার উদ্দেশে রাত সোয়া ১১টায় ছেড়ে যায়। এজন্য আগে থেকেই ডক ইয়ার্ড থেকে এনে প্রস্তুত রাখা হয়। এমন সময় একটি এসি কম্পার্টমেন্টে আগুন লাগে।
 
তিনি বলেন, ট্রেনের ‘খ’ কোচে আগুন লাগার পর অন্য কোচগুলো সংযোগ বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এটি নাশকতা কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
 
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।