ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাবেক কারারক্ষীর ‘বিভ্রান্তিকর পোস্ট’, কেন্দ্রীয় কারাগারের মামলা

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, নভেম্বর ২৬, ২০২৩
সাবেক কারারক্ষীর ‘বিভ্রান্তিকর পোস্ট’, কেন্দ্রীয় কারাগারের মামলা ফাইল ছবি

ঢাকা: স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়া এক কারারক্ষী ফেসবুকে তার প্রোফাইলে অসত্য তথ্য দিয়ে পোস্ট দেওয়ায় তার নামে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কর্তৃপক্ষ দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি মামলা করেছে। মামলায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নাম ব্যবহারের মাধ্যমে কারাগারের বিভিন্ন বিষয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তমূলক তথ্য দিয়ে মনগড়া ও সরকারবিরোধী লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার অভিযোগ তোলা হয়েছে।

অভিযুক্ত সাবেক ওই কারারক্ষীর নাম রবিউল আউয়াল। তিনি বর্তমানে লিবিয়ায় আছেন। মামলার তথ্যটি রোববার (২৬ নভেম্বর) বিকেলে জানা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।  

মামলায় তিনি উল্লেখ করেন, গত ৫ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিউটিরত অবস্থায় ছিলেন বাদী। মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করার সময় তিনি হঠাৎ লক্ষ্য করেন, সাবেক কারারক্ষী রবিউল আউয়াল তার ফেসবুক পেজে কিছু বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য আপলোড করেছেন। কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার, ডেপুটি জেলার, কারারক্ষী ও কর্মচারীদের নাম ব্যবহার করে এসব মিথ্যা তথ্য তিনি ফেসবুকে পোস্ট করেন।

মামলায় বাদী বলেন, এসব পোস্টের কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। শারীরিক অক্ষমতার কারণে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া সাবেক কারারক্ষী রবিউলের কর্মকাণ্ডের বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়।  

মামলায় তিনি আরও উল্লেখ করেন, কারা অধিদপ্তর, বিভাগীয় দপ্তরে কর্মরত বিভিন্ন কর্মচারীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে সাবেক কারারক্ষী রবিউল আউয়াল ব্ল্যাকমেইলের আশ্রয় নিয়েছেন। তিনি ফেসবুকে কারা কর্মকর্তা ও বিভিন্ন কারারক্ষীদের নাম উল্লেখ করে নিজের তৈরি করা বিভ্রান্তমূলক তথ্য ফেসবুক পেজে পোস্ট দিয়ে তাদের সঙ্গে আবার যোগাযোগ করেন। যাদের নাম দিয়ে মিথ্যা তথ্য ফেসবুকে আপলোড করেছেন, তাদের কাছে তিনি টাকা দাবি করেন। টাকা দিলে আপলোড হওয়া ফেসবুক পোস্ট রিমোভ করে দেওয়ার কথা বলেন। তিনি তার ফেসবুকে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ-হরতালের সমর্থনে ধারাবাহিকভাবে সরকারবিরোধী পোস্ট দিয়ে থাকেন। এতে বোঝা যায়, একটি কুচক্রী মহলও সাবেক কারারক্ষী রবিউল আউয়ালের সঙ্গে জড়িত।

এদিকে একটি সূত্র জানায়, কারারক্ষী রবিউলের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে একটি হোটেল ছিল। সেই হোটেল ব্যবসায় লোকসানের কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেসব টাকা পরিশোধ করার জন্যই কারা কর্মকর্তা, কারারক্ষী ও কর্মচারীদের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ফেসবুকে দিয়ে টাকা দাবির ফন্দি এঁটেছেন তিনি।  

সূত্রের দাবি, আনুমানিক তিন থেকে চার মাস আগে শারীরিক অক্ষমতার কারণে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন রবিউল আউয়াল। বর্তমানে তিনি লিবিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ইতালি যাওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

মামলার বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে বলেন, শারীরিক অক্ষমতার কারণে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়া রবিউল আউয়াল নামে সাবেক এক কারারক্ষী তার ফেসবুক প্রোফাইলে বিভিন্ন মনগড়া, মিথ্যা ও বানোয়াট তথ্য আপলোড করেন। সেখানে কারাগারের অনেকের নাম উল্লেখ করেন। বিষয়গুলো আমাদের নজরে এলে কারা অধিদপ্তরে বিষয়টি অবগত করা হয়। এরপর আমাদের কেন্দ্রীয় কারাগারের তরফ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন ডেপুটি জেলার বাদী হয়ে সাবেক কারারক্ষী রবিউল আউয়ালের নামে একটি মামলা করেন। এই মামলা নিয়ে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।