ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় পুড়েছে লেপ-তোষক-টায়ারের ৩ দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, নভেম্বর ২৭, ২০২৩
খুলনায় পুড়েছে লেপ-তোষক-টায়ারের ৩ দোকান

খুলনা: দৌলতপুর উপজেলায় লেপ-তোষক-তুলা ও টায়ারের তিনটি দোকানে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে আগুনের ঘটনাটি ঘটে।

জানা গেছে, আগুনে দৌলতপুর মহসিন মোড়ের দুটি তুলা-লেপ-তোষক ও একটি টায়ারের দোকানে আগুন লাগে। তিনটি দোকানই পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে মোহসীন মোড় এলাকায় অবস্থিত একটি তুলা-লেপ-তোষকের দোকানের পেছন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। এরমধ্যে দুটি তুলা-লোপ-তোষকের দোকান ও একটি টায়ারের দোকান ছিল।

স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, আমাদের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনটি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।