ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় এক লাখ টাকা যৌতুক না পেয়ে রোকেয়া আক্তার পেন্সি (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০২ ডিসেম্বর) রাতে পুলিশ পেন্সিকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পুলিশ, এলাকাবাসী ও নির্যাতিত গৃহবধূর পরিবার জানায়, ২০১৯ সালে পশ্চিম চরদরবেশ গ্রামের নূর ইসলামের মেয়ে পেন্সির সঙ্গে একই গ্রামের খুরশিদ আলমের ছেলে নূরনবী সাদ্দামের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সুখে কাটলেও পরে দফায় দফায় যৌতুকের জন্য নির্মম নির্যাতন চালায় স্বামী সাদ্দাম ও তার পরিবারের সদস্যরা। এ দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। গত কয়েকদিন ধরে সাদ্দাম তার স্ত্রী পেন্সির কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন।
দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে সাদ্দাম, তার ভাই জসিম উদ্দিন, শাহ আলম বাচ্চু, মিন্টু মিয়া ও মো. সোহেল মিলে পেন্সিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে ঘরের মধ্যে একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে পেন্সির মা রাবেয়া আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসএইচডি/আরআইএস