ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়পুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
রায়পুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নরসিংদী: নরসিংদী রায়পুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সবুজ মিয়া (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সবুজ উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামের মস্তো মিয়ার ছেলে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী চাল বুঝাই ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ডেনিশ কোম্পানির মিনি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে মাহমুদাবাদ এলাকায় আসা মাত্রই উভয় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় চাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় মিনি কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সবুজ নিহত হন। এছাড়া অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। এ ঘটনার পরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সকালে উভয় গাড়ির চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চাল বুঝাই ট্রাকটি ডান পাশে চলে আসায় উভয় গাড়ির চালক হতভম্ব হয়ে নিয়ন্ত্রণ হারায়। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে একজন নিহত হন।

ওসি সাজু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি একজন নিহত হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে মরদেহ দেখতে পাইনি। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।