ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় গলির মাথায় পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, ডিসেম্বর ২২, ২০২৩
ফতুল্লায় গলির মাথায় পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার পাগলা থেকে ৬০ থেকে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পাগলা বাসস্ট্যান্ডের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান শেখ জানান, ফতুল্লার পাগলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সাত থেকে আট দিন ধরে অজ্ঞাত ওই বৃদ্ধ ওই স্থানের এক গলির কোনে বসে ও শুয়ে থাকতেন। বৃহস্পতিবার মাগরিবের আজানের সময়ও স্থানীয়দের অনেকেই তাকে বসে থাকতে দেখেন। এক সময় রাত সাড়ে ৭টার দিকে বৃদ্ধের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।