ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে নিজ গাড়ির চাপায় অটোরিবকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
নাজিরপুরে নিজ গাড়ির চাপায় অটোরিবকশাচালক নিহত

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে নিজ গাড়ির চাপায় মো. কালাম হাওলাদার (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।  

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বড়ো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালাম হাওলাদার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে।  

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে কালাম  তার গাড়িতে পান নিয়ে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি কুকুর দৌড়ে এসে অটোরিকশাটির নিচে পড়ে। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং নিজের গাড়ির নিচে চাপা পড়েন চালক।
ওই অটোরিকশায় থাকা পান ব্যবসায়ী মো. আলা উদ্দিন জানান, তিনি ব্যবসার পান আনতে ভাড়া চুক্তিতে কালাম হাওলাদারকে নিয়ে বাগেরহাটের মোল্লারহাট যান। পান নিয়ে ফেরার পথে নাজিরপুরের মাটিভাঙ্গা ব্রিজের ঢালে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশাটির  নিচে চাপা পড়েন চালক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দ্বিপান্বীতা দেবনাথ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এমন একটি দুর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।