ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
মোটরসাইকেল দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম নিহত

নীলফামারী: দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল প্রকৌশল) জোবায়ের আলী (৫৬) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ফুলবাড়ী-রংপুর সড়কের নাগেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ডিজিএম জোবায়ের রংপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কয়লাখনিতে আসছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-ফুলবাড়ী সড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই জোবায়ের হোসেনের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।