ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ১০ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, ফেব্রুয়ারি ৬, ২০২৪
ফরিদপুরে ১০ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

ফরিদপুর: ফরিদপুর পৌরসভায় ও উপজেলা সদরে দশটি ইটভাটায় অভিযান চালিয়ে নয়টিকে ২ লাখ করে এবং একটিকে এক লাখসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।  

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।  

সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার।  

জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে- পৌরসভাধীন মুরারীদহ এলাকার মেসার্স শাহাজাদা মিয়া ব্রিকস, মেসার্স মন্ডল ট্রেডার্স, ডোমরাকান্দি এলাকার মেসার্স এআরএম ব্রিকস, মেসার্স মর্ডান ব্রিক ফিল্ড, কানাইপুরের মেসার্স কেবি ব্রিকস, ভূয়ারকান্দির মেসার্স প্রত্যাশা ব্রিকস, ফতেপুরের মেসার্স এফঅ্যান্ডবি ব্রিকস, শিবরামপুরের পিএমবি ব্রিকস, কোমরপুরের ফ্যানকো ব্রিকস এবং ডিক্রিরচর ইউনিয়নের ডিক্রিরচর বারখাদা এলাকার এ আর বি ব্রিকস (ঢাকা ভাটা)।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নয়টি ইটভাটায় জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অবৈধভাবে পরিচালনা এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, ফরিদপুর পৌরসভার সীমানা বর্ধিত হওয়ায় ভাটাগুলো পৌরসভার মধ্যে রয়েছে। আইনানুসারে পৌরসভার মধ্যে ভাটা থাকবে না। তাদের ভাটা বন্ধে কয়েকবার সতর্ক করা হলেও বন্ধ না করায় মঙ্গলবার এ অভিযান চালানো হয়। এছাড়া পৌরসভার বাইরের ভাটাগুলোও অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।