ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় দাম্পত্য কলহের জের ধরে রোজিনা (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামী আকাশ পুলিশ হেফাজতে রয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে সংবাদের পরিপ্রেক্ষিতে কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় রোজিনার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে স্বামী আকাশ তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। তাদের চার বছরের একটি শিশুসন্তান রয়েছে।
নিহত রোজিনা কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহিম। বর্তমানে তার বাবা কামরাঙ্গীচরের আলীনগর এলাকায় থাকেন। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এজেডএস/আরবি