সিরাজগঞ্জ: জেলায় পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
আটকরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রুবেল (২৫) ও উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাগলা গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করেন। পরবর্তীতে তারা মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রয় করতেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসআইএ