ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফুলগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ফুলগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার খাজুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আনাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আনাস দুবাই প্রবাসী আবুল কালামের ছেলে।  

মৃত আনাসের মামা নুরুল করিম জানান, ঘটনার সময় তার মা হোসনে আরা বেগম বসতঘরের পেছনে পুকুরে চাল ধোয়ার জন্য যান। এ সময় আনাস মায়ের পেছনে পেছনে গেলেও তিনি খেয়াল করেননি। হঠাৎ আনাস পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পরশুরামের মেলাঘর নানা বাড়ি বেড়ানো শেষে মায়ের সঙ্গে খাজুরিয়া এলাকায় নিজ বাড়িতে যায় আনাস।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।