ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মার্চ ৬, ২০২৪
স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীর পলাশপুর আইডিয়াল স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়ান বাদশা (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রামের সিএনজি অটোরিকশার চালক ফারুকের ছেলে রিয়ান। সে পরিবারের সঙ্গে পলাশপুর ৫ নম্বর রোডে থাকতো।

রিয়ানকে হাসপাতালে নেওয়া স্কুলটির সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে রিয়ান স্কুলে জাতীয় পতাকা টানাচ্ছিল। তখন পতাকার স্টিলের পাইপটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়। এতেই বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে রিয়ান। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিলে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা আছে। ঘটনাটি কদমতলী থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।