ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মেহেদি হাসান রুবেল (৩০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। তিনি উপজেলার বিরুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মেহেদী হাসান রুবেল ওই গ্রামের ফিরুজ মিয়ার ছেলে।  

বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি মর্মান্তিক।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এতথ‍্য নিশ্চিত করে বলেন, নিহত রুবেল সকালে নিজ মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।