ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মহাখালী টার্মিনালে দুই বাসের চাপায় টিকিট মাস্টার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
মহাখালী টার্মিনালে দুই বাসের চাপায় টিকিট মাস্টার নিহত

ঢাকা: রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দুই বাসের মাঝে চাপা পড়ে হাদিউল ইসলাম সেলিম (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সৌখিন পরিবহন বাসের টিকিট মাস্টার।

শনিবার (১৫ জুন) ভোর পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর জানান, ভোরে ওই ব্যক্তি বাস টার্মিনালে কর্তব্যরত ছিলেন। টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের একটি বাস বের হচ্ছিলো আর তার পাশে অন্য পরিবহনের আরেকটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। তখন ওই টিকিট মাস্টার দুই বাসের মাঝে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার পর সৌখিন পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালককে পাওয়া যায়নি।

স্বজনরা জানান, হাদিউল ইসলাম সেলিমের বাড়ি মাগুরার সদর উপজেলায়। বর্তমানে গাজীপুরের শ্রীপুরে থাকতেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।