ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ.লীগ নেতার স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ.লীগ নেতার স্ত্রীর মৃত্যু প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসা. পারুল বেগম (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন পারুল।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।  

পারুল বেগম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান কচির স্ত্রী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।  

পারুলের অকাল মৃত্যুতে নড়াইল জেলা আওয়ামী লীগ ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।