ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

জাতীয়

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী স্টেশনে ডিস লাইন মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব উল্লাহ ওরফে জাহাঙ্গীর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ( ১৫ জুলাই) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর টেকনাফের হোয়াইক্যংয়ের ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাদশা মিয়ার ছেলে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) মো. শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীরের স্বজন ও স্থানীয়দের বরাতে এসআই শামীম হোসেন বলেন, দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী স্টেশন সংলগ্ল নাছরপাড়ায় একটি বাড়ির পাশে জাহাঙ্গীর ডিস এবং ইন্টারনেট সংযোগ দিতে যান। এক পর্যায়ে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন গাছের ওপর উঠেন। এতে গাছটির মধ্য দিয়ে টানা বিদ্যুতের সংযোগ তারের সঙ্গে অসতর্কতাবশত স্পর্শ লেগে বিকট শব্দ হয়। এরপর তিনি অবচেতন হয়ে গাছের ওপর আটকে থাকেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাইমুন মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের মরদেহ বাড়িতই রয়েছে বলেও জানান এসআই শামীম হোসেন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।