ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট নগরজুড়ে উল্লাস, ছাত্র-জনতার মিষ্টি বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
সিলেট নগরজুড়ে উল্লাস, ছাত্র-জনতার মিষ্টি বিতরণ

সিলেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে রাজপথে নামেন উচ্ছ্বসিত জনতা।

ভারী বর্ষণেও জনতা সেনা বাহিনীর সামনে রাস্তায় নেমে আসে।

তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিন পদত্যাগের।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশ্যে ভাষণের আগে সিলেট নগরের বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন বিভিন্ন বয়সী মানুষ।
 
নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন স্থানে মানুষ মিছিল নিয়ে বের হন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলকারীরা রাস্তায় উচ্ছ্বাস করতে থাকেন। এছাড়া নগরের মীরের ময়দান এলাকায় এক নারীকে মিছিলকারীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরের মিষ্টির দোকানগুলোতে সংকট দেখা দিয়েছে।
 
দোকানিরা জানিয়েছেন, একে তো অসহযোগ আন্দোলনের কারণে দোকান বন্ধ ছিল। যে কারণে মিষ্টি তৈরি করা হয়েছে সীমিত। এ অবস্থায় সিলেটের বিভিন্ন দোকানে গিয়েও মিষ্টি না পেয়ে খালি হাতে ফিরছেন আন্দোলনকারীরা।
 
নগরের চৌহাট্টায় আন্দোলনকারীদের এক ফাহিম আহমদ বলেন, দুপুর ২টায় সেনা বাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন শুনেই রাস্তায় নেমে পড়ি। এরপর বাকিটুকু ইতিহাস। বৃষ্টির মধ্যেও আমরা উচ্ছ্বাসিত। আমরা রাস্তা থেকে সরিনি।
 
সরেজমিন নগর ঘুরে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে শান্তভাবে সেনা বাহিনীর টহল দিতে দেখা গেছে।

পুলিশের উপস্থিতি থাকলেও ছিল নিষ্প্রভ। এমন অবস্থায় দুপুর ২টার দিকে নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, নয়াসড়ক, মীরাবাজার, আম্বারখানা পয়েন্টসহ নগরজুড়ে জনতার ঢল নেমেছে।
 
বিকেল ৫টায় এ প্রদিবেদন লেখা পর্যন্ত সিলেট নগরজুড়ে রাস্তায় মানুষের আনন্দ উল্লাস চলছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।