ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পিটুনিতে পুলিশ কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
চাঁদপুরে পিটুনিতে পুলিশ কর্মকর্তা নিহত নিহত কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ

চাঁদপুর: শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর থেকেই চাঁদপুরের ৮ উপজেলায় উল্লাসে নেমে সর্বস্তরের ছাত্র-জনতা। এই সময়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গণপিটুনিতে ও ফরিদগঞ্জে বিক্ষুব্ধরা থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলিতে শাহাদাত (২০) নামে এক ছাত্রনেতা নিহত হয়েছেন।

সোমবার (০৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে একটি বিক্ষোভ মিছিল থানায় প্রবেশের চেষ্টাকালে গেট ভেঙে ফেললে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে শাহাদাত ও এমরান হোসেন (৩৮) নামে দুইজন গুলিবিদ্ধ হন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চাঁদপুর রেফার করলে পথেই শাহাদাতের মৃত্যু হয়।

নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ উল্লাসের সময় বের হলে তাকে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সামনে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এই বিষয়ে বক্তব্যের জন্য কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে একাধিকবার ফোন করা হয়। তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।