ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

মেহেরপুর: জেলার গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত সিরাজুল গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামের বর্ডার পাড়া এলাকার নঈমুদ্দিন বাঘের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, মাঠ থেকে গরু-ছাগলের জন্য ঘাস কেটে এনে বাড়ির উঠানে রাখার সময় মটরের বৈদ্যুতিক তার ছিড়ে শরীরে স্পর্শ করলে গুরুতর আহত হন সিরাজুল। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার (তদন্ত অফিসার) মনোজ কুমার নন্দী।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।