ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে আসা ১০ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে আসা ১০ জন আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে আসা ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসী গাজী টায়ার কারখানা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেছ মিয়া, নাসির, তৌফিক, ইমরান, কামাল, আরিফুল ও ইমান হোসেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান, গাজী টায়ার কারখানায় লুটপাট করাকালীন সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার সকালে লুটপাটের ঘটনায় আটক আরও সাত জনকে সাত দিন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওবাইদুর রহমান সালেহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুস সাত্তার, খোরশেদ আলম , ইব্রাহিম, মাহবুব হোসেন, সিরাজ, মোতালিব ও সুমন।

এর আগে গত ২৪ আগস্ট রাতে রূপসীতে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে আসা অনেকেই আগুনে ভবনে আটকা পড়ে নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।