ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে সরকারি চাল রাখায় গোডাউন সিলগালা, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
রায়গঞ্জে সরকারি চাল রাখায় গোডাউন সিলগালা, জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ রাখার দায়ে দুটি গোডাউন সিলগালা করেছে যৌথ বাহিনী। একই অপরাধে অপর এক গোডাউন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনভর উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাসির উদ্দিন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নাজমুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির লোগো সম্বলিত মজুদ করা বিপুল পরিমাণ চালের হিসাব দিতে না পারায় চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নাতুল সম্রাটের মালিকানাধীন সোনালী অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অপরদিকে একরামুল হকের মালিকানাধীন একতা টেড্রার্সের দুটি গোডাউনে সরকারি বস্তায় চাল মজুদ রাখার অভিযোগে দুটি গোডাউনই সিলগালা করা হয়।  

সিরাজগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ-আল-আমীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।