ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যাকাণ্ডের পর লুটে নেওয়া ফার্নিচার উদ্ধার, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
হত্যাকাণ্ডের পর লুটে নেওয়া ফার্নিচার উদ্ধার, গ্রেপ্তার ১

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়ি থেকে লুটে নেওয়া ফার্নিচার উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লাখাই থানা পুলিশ উপজেলার সিংহগ্রাম থেকে ফার্নিচার বোঝাই পিকআপভ্যানসহ নসাই মিয়া (৫৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

নসাই মিয়া জেলার মাধবপুর উপজেলায় পুড়াইকলা গ্রামের ইউনুস আলীর ছেলে।  

এর আগে ১৫ সেপ্টেম্বর উপজেলার গুণিপুর গ্রামে ফুটবল খেলায় বিরোধ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। এ ঘটনায় মোতাব্বির হোসেন ও নুরুল আমীন বাদী হয়ে পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।  

সংঘর্ষে আহত নুরুল আমীন পক্ষের ফরিদ মিয়া (৮০) ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে দুই পক্ষে ফের উত্তেজনা দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডে শিকার ফরিদ মিয়ার পক্ষের লোকজন অভিযুক্ত মোতাব্বির হোসেন পক্ষের ১৮টি বাড়িতে লুটপাট চালায়।  

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডে পরবর্তী লুটপাটের একটি খাট ও একটি আলমিরা অন্যত্র নেওয়া হচ্ছিল। পুলিশ সেগুলো জব্দ করে চালককে গ্রেপ্তার করেছে।  

তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে দুই পক্ষ মামলা দায়ের করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।