ঢাকা: রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর থানা এলাকায় ছিনতাই বিরোধী অভিযানে আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদীসহ (২৮) ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।
এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, একটি চাপাতি, তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮), মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)।
এএসপি তপু জানান, শুক্রবার রাতে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে র্যাব-২ অভিযান চালায়।
তপু বলেন, গ্রেপ্তার মেহেদী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি সোহেল ওরফে মাউরা সোহেলের অন্যতম সহযোগী। চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তিনি।
তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএমআই/এসআইএস