ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মহিলা আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
মহিলা আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার আজিদা পারভীন পাখি

পাবনা: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে মহিলা আওয়ামী লীগের এই নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আজিদা পারভীন পাখির বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। দ্রুতই তাকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।