ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

লালন শাহ সেতুতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের সহকারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
লালন শাহ সেতুতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের সহকারী নিহত 

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ওপর লালন শাহ সেতুতে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সেই ট্রাকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে একজন নিহত হন।

আহত হয়ে হাসপাতালে রয়েছেন আরও দুজন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার পর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ইলিয়াস হোসেন (২২) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন।

স্থানীয়দের পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায়, সেতুতে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে মেরামতের কাজ চলছিল। এমন সময় আরেকটি ট্রাক এসে ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইলিয়াসের মরদেহ ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত দুজন একই হাসপাতালে ভর্তি রয়েছেন। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, একটি ট্রাক বিকল হয়ে সেতুর মাঝখানে দাঁড়ানো অবস্থায় ছিল। ট্রাকের নিচে কয়েকজন মিলে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে সজোরে পেছনে ধাক্কায় দেয়। এতেই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।