দুই হাত না থাকা অদম্য মেধাবী লিতুন জিরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ অর্জনের অসাধারণ সাফল্য দেখিয়েছে। এর স্বীকৃতিস্বরূপ তাকে আরও পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি টাওয়ারে লিতুন জিরার বাবার হাতে চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এসময় বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এবং কালের কণ্ঠ ও বাংলানিউজের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া উপদেষ্টা আব্দুল বারী এবং চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন।
এর আগেও লিতুন জিরার সংগ্রাম ও প্রতিভার প্রতি সম্মান জানিয়ে বসুন্ধরা গ্রুপ তাকে প্রথম ধাপে পাঁচ লাখ টাকার অনুদান দেয়। আজ দ্বিতীয় দফায় আরও পাঁচ লাখ টাকা প্রদান করে তার উচ্চশিক্ষার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীটি।
অনুদান প্রদান অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, লিতুন জিরার মতো সংগ্রামী মেয়েরা আমাদের আশা জাগায়। তার এই অর্জন আমাদের সবার গর্ব। বসুন্ধরা সবসময় এমন মেধাবীদের পাশে ছিল, থাকবে।
লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, আমি চোখে না দেখেও বিশ্বাস করেছি, মেয়েটি একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আজ সেই স্বপ্ন বাস্তব হলো। বসুন্ধরার প্রতি আমি চিরকৃতজ্ঞ।
বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে, প্রতিভা ও চেষ্টাকে সম্মান জানালে সম্ভাবনার নতুন দ্বার খুলে যায়।
যশোরের মণিরামপুর উপজেলার এই মেধাবী শিক্ষার্থী এর আগে ২০১৯ সালে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ পায়। তখনও লিতুন জিরাকে ৫ লাখ টাকার সহায়তা দেয় বসুন্ধরা গ্রুপ।
পিএ/এইচএ/