ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন পশ্চিম ধানমন্ডি থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার ব্যক্তির নাম- কাউসার হোসেন (২৪)।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে একটি নাইন এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ কাউসারকে গ্রেপ্তার করা হয়।
খান আসিফ তপু আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অস্ত্রধারী কাউসারকে আটক করা হয় এবং তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১টি নাইন এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি জানান, কাউসারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকাসহ আশ পাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সে ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসসি/জেএইচ