ঢাকা: এলাকাভিত্তিতে বাড়ি ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন জাতীয় ভাড়াটিয়া পরিষদ। এ সময় বাড়ি ভাড়া আইন ১৯৯১’র সংস্কারসহ ৫ দফা দাবিও জানায় সংগঠনটি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সামনে জাতীয় ভাড়াটিয়া পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপি) জনস্বার্থে হাইকোর্টের মাধ্যমে একটি রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যুগোপযোগী কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা দিয়েছেন এবং ছয় মাসের মধ্যে কার্যকর করতে বলেছেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
সব ভাড়াটিয়াদের দাবিগুলো এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি মুক্তার হোসেন খান এ সময় ৫ দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো হলো- বাড়িভাড়া আইন ১৯৯১’র সংস্কার, এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ, ভাড়াটিয়া মালিকপক্ষের মধ্যে বাধ্যতামূলক চুক্তিপত্র, এ সংক্রান্ত আইনকে বিশেষ ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত এবং বাড়ি ভাড়া ব্যবসায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এফবি/এসইউজে/জেডএস